
ইয়েমেনে সৌদি বিমান হামলায় শতাধিক হুতি বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেনের মারিবের দক্ষিণাঞ্চলে এই ঘটনা ঘটে। এ নিয়ে চলতি সপ্তাহে অঞ্চলটিতে প্রায় ৪০০ বিদ্রোহী নিহত হয়েছেন। যদি হুতি বিদ্রোহীদের দাবি তারা তাদের অগ্রযাত্রা অব্যহত রেখেছে। এরইমধ্যে তারা মারিব শহরের শেষ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। শহরটি দখলে রাখতে পারলে কৌশলগতভাবে সুবিধা পাবে বিদ্রোহীরা।