
ইন্ডিয়ান ওয়েলস ওপেনের চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। জার্মান আলেক্সান্দার জভেরভের কাছে সরাসরি সেটে হেরেছেন তিনি। এছাড়া কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে আসরের শীর্ষ ষোলোতে পৌঁছেছেন গাইল মনফিলস। ৭-৬ গেমে সরাসরি সেটে হেরে আসর থেকে ছিটকে গেছেন মারে।