
জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব কটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে।