কানাডা
মার্কিন-কানাডিয়ান মিশনারিদের মুক্তিতে ১৭ মিলিয়ন ডলার দাবি

হাইতিতে এক কানাডিয়ান মিশনারীসহ ১৭ জনকে অপহরণের ঘটনায় মুক্তিপণ দাবি করা হয়েছে। হাইতির আইনমন্ত্রী জানান, অপহরণকারীরা ১৭ মিলিয়ন ডলার দাবি করে। দুদিন আগে মায়োজো ফোর হানড্রেড গ্যাঙ নামে একটি অপরাধী চক্র তাদের অপহরণ করে। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে এফবিআই।