কানাডা
আপত্তিজনক মনে হলেও অভিবাসী ইস্যুতে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড

আপত্তিজনক মনে হলেও অভিবাসী ইস্যুতে নিজের করা মন্তব্যের জন্য ক্ষমা চাইবেন না অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাস্তবতার প্রেক্ষাপট থেকেই তিনি ওই মন্তব্য করেছেন। এরআগে তিনি বলেন, যেসব অভিবাসীরা মনে করে কানাডায় প্রবেশের পরই কাজ না করেও ভাতা পাওয়া যাবে তাদের জন্য অন্টারিও নয়।