
গণ-আন্দোলনের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষে আবারও বিক্ষোভে উত্তাল চিলি। রাজধানী সান্টিয়াগোতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন বেশ কয়েকজন আন্দোলনকারী। ২০১৯ সালে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ নানা কারণে ব্যাপক গণ-আন্দোলন ছড়ায় লাতিন আমেরিকার দেশটিতে। সেসময় প্রাণ হারান কমপক্ষে ৩০ আন্দোলনকারী।