
আসিয়ানে ডাক না পেয়ে বিরোধীদের ওপর দায় চাপাল জান্তা সরকার। এবারের সম্মেলনে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগে অংশ নিতে পারছেন না মিয়ানমারের জান্তাপ্রধান জেনারেল মিন অং লাইং। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, মিয়ানমারে সংঘাত বন্ধে পুরোপুরি ব্যর্থ আসিয়ান। দেশটিতে বিরোধীদলগুলো উসকানি ও সহিংসতা চালাচ্ছে।