
সিরিয়ায় সেনাসদস্যদের বহনকারী একটি বাসে বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। দামেস্কের একটি সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এর জবাবে বিদ্রোহী নিয়ন্ত্রিত আবাসিক এলাকায় হামলা চালিয়েছে সিরীয় সেনাবাহিনী। এতে স্কুলশিক্ষার্থীসহ কমপক্ষে ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।