দক্ষিণ এশিয়াবিশ্ব
দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নিজেদের বানানো একটি রকেট পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠিয়েছে

দক্ষিণ কোরিয়া প্রথমবারের মতো নিজেদের বানানো একটি রকেট পরীক্ষামূলকভাবে মহাকাশে পাঠিয়েছে। যা সিউলের মহাকাশ কর্মসূচিতে বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে। এতে একটি ডামি উপগ্রহ বহন করা হয়েছে। দেশটির পরিকল্পনা, ভবিষ্যতে এই রকেটের মাধ্যমে মহাকাশে নজরদারি, নেভিগেশন ও যোগাযোগ উপগ্রহ পাঠানোর। এছাড়া চন্দ্র অভিযানেরও ভাবনা আছে তাদের।