
ইউরোপিয়ান পার্লামেন্টের মর্যাদাপূর্ণ শাখারভ মানবাধিকার পুরস্কার পেয়েছেন রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিন সরকারের কঠোর সমালোচক অ্যালেস্কি নাভালনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতা দখল করে রাখার প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে সাহসিকতা দেখানোয় তাকে পুরস্কৃত করা হয়েছে। নাভালনি বর্তমানে রাশিয়ায় কারাগারে আটক আছেন।