
প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ৮৪ রানে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে বিশ্বকাপের মূল পর্বে যায়গা করে নিল টাইগাররা। এদিকে দিনের অন্য ম্যাচে ওমানকে ৮ উইকেটে হারিয়েছে স্কটল্যান্ড। দুর্দান্ত এই জয়ের পর বি -গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে উঠল স্কটিশরা।