
কানাডার অব্যাহৃত ভ্যাকসিন কিভাবে কাজে লাগানো যায় তা ভাবছে কর্তৃপক্ষ। প্রায় ৬.৬ মিলিয়ন ডোজ পড়ে আছে আরও ১৩ মিলিয়ন ডোজ কানাডায় পৌছেছে। এগুলো শিশুদের জন্যও ব্যবহার করা যাবে না। এদিকে কানাডার শীর্ষ চিকিৎসা কর্মকর্তা ডাক্তার থেরেসা ট্যাম জানিয়েছেন, বুষ্টার ডোজ হিসেবে ব্যবহারের পরিকল্পনা আছে অতিরিক্ত টিকাগুলোর।