
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে নেমেই ইতিহাস গড়েছে নামিবিয়া। আয়াল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে তারা। এদিকে ৪৪ রানে নেদারল্যান্ডসকে গুটিয়ে দিয়ে ৮ উইকেটে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এ জয়ে সুপার টুয়েলভে বাংলাদেশের সঙ্গী হয়েছে লঙ্কানরা।