কানাডা
কানাডার স্কি রিসোর্টগুলো কর্মী সংকটে ভূগছে

কানাডার স্কি রিসোর্টগুলো কর্মী সংকটে ভূগছে। করোনাকালে ভিসা প্রক্রিয়ায় ধীর গতির ফলে প্রভাব পড়েছে বিদেশী কর্মী নির্ভর এই খাতে। তবে বিভিন্ন দেশে করোনার বিধিনিষেধে শিথিলতার কারনে এবারের মৌসূমে ভালো আয়ের আশা করছেন স্কি কানাডার সিইও পল পিঞ্চবেক।