ভারত
ভারতের উত্তরাখন্ডের লামখাগা পাস এলাকায় তুষারধসে প্রাণ হানিয়েছেন ১১ পর্বতারোহী

ভারতের উত্তরাখন্ডের লামখাগা পাস এলাকায় তুষারধসে প্রাণ হানিয়েছেন ১১ পর্বতারোহী। এখনও নিখোঁজ রয়েছেন ৬ জন। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে ভারতীয় বিমানবাহিনী। উত্তরাখণ্ডের অন্যতম দুর্গম এলাকা লামখাগা পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৭ হাজার ফুট উচুঁতে অবস্থিত। এই এলাকা এডভেঞ্চার প্রেমীদের স্বর্গ হিসেবে পরিচিত।