
স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচে নরিচ সিটিকে ৭-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে চেলসি। প্রায় ৬০ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ২৩টি শট নেয় টমাস টুখেলের শিষ্যরা, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে মাত্র তিনটি শট নেওয়া নরিচের একটি ছিল লক্ষ্যে।