বিশ্বলাতিন আমেরিকা

অনিরাপদ দেশে অভিবাসীদের ফেরত পাঠাবেন না: পোপ ফ্রান্সিস

অভিবাসীদের লিবিয়ার মতো অনিরাপদ দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এমন দেশে অনেককেই সহিংসতা ও কনসেন্ট্রেশন ক্যাম্পের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর।

ইউরোপীয় ইউনিয়ন নেতারা যখন অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছেন এবং এটি নিয়ে বিভিন্ন মতপার্থক্য দেখা যাচ্ছে তখন রবিবার প্রার্থনায় এই আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস।

লিবিয়ায় হাজারো অভিবাসী, শরণার্থী ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, যেসব দেশ নিরাপদ নয় সেসব দেশে অভিবাসীদের ফেরত পাঠানো আমাদের বন্ধ করতে হবে।

সমুদ্রে অভিবাসীদের উদ্ধারে অগ্রাধিকার দেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

লিবিয়া ও ভূমধ্যসাগরে অভিবাসীদের ঢল ঠেকাতে দীর্ঘ মেয়াদি সমাধানের প্রতিশ্রুতি রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, লিবিয়ায় অনেক পুরুষ, নারী ও শিশু অনমানবিক সহিংসতার শিকার। যাদের সেখানে ফেরত পাঠানো হচ্ছে তাদের কত ভয়াবহতার মধ্য দিয়ে যেতে হচ্ছে! আমি আপনাদের কখনও ভুলে যাইনি, আমি আপনাদের কান্না শুনছি।

 

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button