কোভিড-১৯
নভেম্বর থেকে কোভিড ট্যাবলেট ফিলিপাইনে পাবেন রোগীরা।

নভেম্বর থেকে করোনার ‘ট্যাবলেট’ পাবেন রোগীরা। ফিলিপাইন প্রথম দেশ যেখানে আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হতে যাচ্ছে এই ওষুধ। আগামী মাসেই বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার তিন লাখ কোভিড ট্যাবলেট ফিলিপাইনে পৌঁছাবে বলে দেশটির লাইসেন্সপ্রাপ্ত আমদানিকারক এবং পরিবেশকরা জানিয়েছেন। ফিলিপাইন ৩১টি হাসপাতালের জন্য মলনুপিরাভির অনুমোদন দিয়েছে।