
ফাঁস হয়েছে ব্যালন ডি’অর বিজয়ীর নাম। এবারের পুরস্কারের জন্য লিওনেল মেসিকে ফেবারিট মনে করা হলেও সম্মানজনক এই স্বীকৃতি যাচ্ছে বায়ার্ন মিউনিখের পোলিস স্ট্রাইকারের রবার্ট লেওয়ানডোস্কির ঝুলিতে, দাবি খেলাধুলাভিত্তিক স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার।আগামী ২৯ নভেম্বর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।