কানাডা
যান্ত্রিক গোলযোগের কারণে টরন্টোর মহাসড়কে অবতরন করলো বিমান

যান্ত্রিক গোলযোগের কারণে টরন্টোর মহাসড়কে অবতরন করলো বিমান। মারখাম এলাকার একটি মহাসড়কে নেমে আসে এক ইঞ্জিনের ছোট্ট বিমানটি। পুলিশ জানায়, উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই যান্ত্রিক গোলযোগ টের পান, চালক। বিমানের দুই আরোহী বা রাস্তায় চলাচল করা কোনো যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি। এ ঘটনায় কয়েক ঘণ্টার জন্য ওই হাইওয়ের চলাচল বিঘ্নিত হয়।