
গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সমুদ্র থেকে ৪০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই একটি কার্গো জাহাজ উদ্ধার করা হয়েছে। এটিকে পূর্ব ভূমধ্যসাগরে গ্রিসের বড় উদ্ধার অভিযানের একটি বলে অভিহিত করেছে দেশটির কোস্ট গার্ড। তাৎক্ষণিকভাবে অভিবাসনপ্রত্যাশীদের জাতীয়তা জানা যায়নি। তবে তুর্কি পতাকাবাহী জাহাজটি তুরস্ক থেকে যাত্রা শুরু করেছিল।