
নন্দন নিউজ ডেস্ক: আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে গান বাজানোয় গুলি চালিয়েছে তালেবান সদস্যরা। এতে বিয়েবাড়ির দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
স্থানীয় সময় শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে দেশটির নানগারহার প্রদেশে এ ঘটনা ঘটে। আফগান বার্তা সংস্থা ‘আভা’-এর বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে কয়েকশো মানুষ অংশ নেন। তালেবান সদস্যদের কাছ থেকে বিয়ের অনুষ্ঠান করার অনুমতিও নেওয়া হয়। তারা বিয়েতে নিয়ম মেনে গান বাজানোর অনুমতিও দেয়।তবে বিয়ের অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পর একদল তালেবান সদস্য সেখানে হাজির হয়। তারা কোনো কিছু জিজ্ঞেস না করেই বিয়ে বাড়িতে আসা লোকজনের ওপর গুলি চালাতে শুরু করে। এতে হতাহতের ঘটনা ঘটে।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর দেশটির অসংখ্য গায়ক-বাদক দেশ ছেড়ে পালিয়ে যায়। অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন এবং তার গানের যন্ত্র লুকিয়ে ফেলেছেন।