
প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেছে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাকে। তালেবান কর্মকর্তারা জানান, আফগানিস্তানের কান্দাহার শহরে সমর্থকদের উদ্দেশে বক্তব্যও রেখেছেন তিনি। ১৫ আগস্ট তালেবান আফগানিস্তান দখলের পর থেকেই আড়ালে ছিলেন আখুন্দজাদা। সম্প্রতি তিনি মারা গেছেন বলেও গুঞ্জন রটে।