
বিভিন্ন প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হলো জি-২০ সম্মেলন। এতে বলা হয়, ২০২২ সালের মধ্যে পৃথিবীর ৭০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। এছাড়া জলবায়ুর পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলো পাবে ১০ হাজার কোটি ডলার। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২০৫০ সালের মধ্যে শূন্যে নামিয়ে আনার বিষয়েও অঙ্গীকার করেন বিশ্বনেতারা।