
ব্রিটিশ কলম্বিয়ার ৩ হাজার ৩শ’র বেশি নার্সকে ভ্যাকসিন না নেয়ায় বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রদেশটির কর্মকর্তারা। এর প্রভাব পড়েছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে। এদিকে অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন বাধ্যতামূলক হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন তারা।