কানাডা
কানাডার সাবেক আবাসিক স্কুলে নিহত প্রায় ১৮শ আদিবাসী শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করতে চলেছে অন্টারিও সরকার

কানাডার সাবেক আবাসিক স্কুলে নিহত প্রায় ১৮শ আদিবাসী শিশুর মৃত্যুর তথ্য প্রকাশ করতে চলেছে অন্টারিও সরকার। ট্রুথ এন্ড রিকসিলিয়েশন সেন্টারের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে অবশেষে এসব তথ্য প্রকাশ করা হচ্ছে। অন্টারিও সরকারের এমন উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন আদিবাসী নেতারা।