
রাশিয়ার নৌ বাহিনী কৃষ্ণ সাগরে সামরিক মহড়া চালাচ্ছে। ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজের উপস্থিতির পর ক্ষুব্ধ মস্কো এমন মহড়া শুরু করলো। দীর্ঘদিন থেকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দেশটির সীমান্তের কাছে নেটোর কার্যকলাপ নিয়ে অভিযোগ করে আসছেন। এদিকে রাশিয়ার কার্যক্রমে নজর রাখা হয়েছে বলে জনিয়েছে নেটো।