কানাডা
কানাডার কাছে আবেদন বায়োটেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা

করোনার প্রকোপ ঠেকাতে মানবদেহে সৃষ্ট অ্যান্টিবডি রক্ষায় তৈরী ওষুধ যাচাই বাছাই করতে কানাডার কাছে আবেদন জানিয়েছে বায়োটেক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এ নিয়ে এরইমধ্যে হেলথ কানাডার কাছে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয় ক্লিনিক্যাল ট্রায়ালে এই ওষুধ সফল হয়েছে। হেলথ কানাডার মাধ্যমে যাচাই বাছায়ের পর এটির অনুমোদন চাইবে অ্যাস্ট্রাজেনেকা।