
বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি পেল ভারতীয় কোভাক্সিন। করোনাভাইরাস প্রতিরোধে জরুরিভিত্তিতে কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই অনুমোদনের ফলে টিকা নেওয়া ভারতীয়দের বিদেশে ভ্রমণে কোয়ারেন্টিন কিংবা বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না। চার সপ্তাহের ব্যবধানে সব বয়সীদের কোভ্যাক্সিন ব্যবহারের অনুমোদন আগেই দেওয়া হয়েছিল।