
রবি শাস্ত্রীর পর ভারতের কোচের দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে টিম ইন্ডিয়াকে কোচিং করাবেন তিনি। এছাড়াও অব্যাহতি দেয়া হয়েছে বাকি কর্মকর্তাদের। দায়িত্বের বিষয়টি রাহুল দ্রাবিড় নিশ্চিত করে বলেন, দলের প্রয়োজনে নিজের সর্বোচ্চ উজার করে দেবেন তিনি।