কানাডা
“সামরিক বাহিনীতে যৌন হয়রানির অভিযোগ তদন্তে সামরিক নয়, বেসামরিক কর্তৃপক্ষের মাধ্যমেই হওয়া উচিত’- আনিতা আনান্দ

সামরিক বাহিনীতে যৌন হয়রানির অভিযোগ তদন্তে সামরিক নয়, বেসামরিক কর্তৃপক্ষের মাধ্যমেই হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী আনিতা আনান্দ। বিবৃতিতে তিনি বলেন এ বিষয়ে সাবেক এক বিচারপতির পর্যালোচনাকে গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। এরআগে যৌন হয়রানি তদন্তে সাবেক প্রসিকিউটর লু্ইস আর্বরকে নিয়োগ দেয় ফেডারেল সরকার।