কানাডা
শ্রমিক সংকট নিরসনে দক্ষ অভিবাসীর সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছে অন্টারিও

শ্রমিক সংকট নিরসনে দক্ষ অভিবাসীর সংখ্যা বাড়ানোর তাগিদ দিয়েছে অন্টারিও। প্রাদেশিক সরকারের পক্ষ থেকে ফেডারেল সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয় করোনা পরবর্তী সংকট মোকাবেলায় অন্টারিওতে শ্রমিকের চাহিদা বেড়েছে। ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রামে বছরে ৯ হাজারের পরিবর্তে ১৮ হাজার শ্রমিককে আসার সুযোগ দিলে এই সংকট মোকাবেলা সম্ভব।