
এবছর সাহিত্যে অন্যতম সম্মানজনক পুরস্কার ‘বুকার প্রাইজ’ পেলেন দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ডেমন গালগাট। তার লেখা ‘দ্য প্রমিস’ উপন্যাসের জন্য এ পুরস্কারে ভূষিত হন গালগাট। উপন্যাসটির গল্পে বর্নবৈষম্য ও আফ্রিকার গেল ৪০ বছরের ইতিহাস অনবদ্যভাবে ফুটিয়ে তোলায় এ পুরস্কারে ভূষিত হন তিনি। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয় ৫০ হাজার পাউণ্ড।