
লঙ্কানদের বোলিং তোপে শেষ ম্যাচেও হার এড়াতে পারলো না ক্যারিবিয়ানরা। ১৯০ রানের লক্ষ্যে ২য় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সতীর্থদের ব্যর্থতার দিনে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যান শিমরন হেটমায়ার। ৫৪ বলে ৮১ রানে অপরাজিত থেকেও দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি তিনি। এই সংস্করণে দুইবারের বিশ্বকাপজয়ীরা থামে ৮ উইকেটে ১৬৯ রানে।