কানাডা
টরেন্টোতে বাড়ছে গোলাগুলি-হত্যার ঘটনা

টরেন্টোতে বাড়ছে গোলাগুলি-হত্যার ঘটনা। পুলিশ জানায়, চলতি বছরে এ পর্যন্ত ৭৪টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে যা গেল বছরের তুলনায় অন্তত ১৩টি বেশি। এরমধ্যে গেল অক্টোবর মাসেই অন্তত ১১টি হত্যাকন্ডের ঘটনা ঘটেছে। তবে চলতি বছরের শেষ নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রনে আসবে বলে আশাবাদী টরেন্টোর পুলিশ প্রধান জেমস রেমার।