অন্যান্যবাণিজ্য সংবাদবিশ্ব
“এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে”- জাতিসংঘ

জাতিসংঘ জানিয়েছে, এক দশকের মধ্যে বিশ্বে খাবারের দাম সর্বোচ্চে পৌঁছেছে। কেবল গেল বছরের তুলনায় ৩০ শতাংশ মূল্য বেড়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে খাদ্যশস্য ও ভোজ্য তেলের। বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রধান রফতানিকারক দেশ কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে গমের উৎপাদন কমার ফলে দাম আরও বাড়ছে।