এশিয়াবিশ্ব

আফগানিস্তানে ৪ নারী অধিকারকর্মীকে হত্যা

নন্দন নিউজ ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহর মাজার-ই-শরীফ থেকে চার নারী অধিকারকর্মীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র শনিবার (০৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।

শহরের একটি বাড়ি থেকে চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উক্ত বিষয়ে দুইজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারী সাইদ খোস্তি একটি ভিডিও বার্তায় বলেন, ‘গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তাদের বাড়িতে নিহত চারজন নারীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তদন্ত এখনও চলছে এবং মামলাটি আদালতে পাঠানো হয়েছে’।

নিহতদের পরিচয় জানাতে পারেনি খোস্তি। তবে মাজার-ই-শরীফের একটি সূত্র থেকে জানা গেছে, নিহতদের মধ্যে একজন নারী অধিকারকর্মী। তার নাম ফ্রোজান সাফি (২৯)। অক্টোবরের ২০ তারিখ থেকে নিখোঁজ তিনি। যদিও এ বিষয়ে তার পরিবার গণমাধ্যমের সাথে কথা বলতে নারাজ। এদিকে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চার নারী বন্ধু এবং সহকর্মী ছিলেন। তারা একসাথে দেশের বাইরে যাওয়ার জন্য মাজার-ই-শরীফ গিয়েছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি অধিকার সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহত চার নারীর কাছে একটি মোবাইল কল

সম্পর্কিত নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button