কানাডা
মন্ট্রিয়ালের মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের ভোট দিয়েছেন ভোটাররা

মন্ট্রিয়ালের মেয়র এবং কাউন্সিলর নির্বাচনের ভোট দিয়েছেন ভোটাররা। অন্তবর্তিকালীন মেয়র ভ্যালারি প্লান্টি দ্বিতীয় মেয়াদের জন্য লড়ছেন। তার বিপরীতে আছেন শক্তশালী প্রার্থী ডেনিস কোডেরে। এক বক্তব্যে প্লান্টি জানান, করোনাকালে অর্থনৈতিক উন্নয়ন এবং জলবায়ু রক্ষায় ব্যাপক কাজ করেছেন তিনি।