
কুয়েত সরকার আকস্মিক পদত্যাগ করেছে। ইতিমধ্যে দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে। বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জেরেই এমন পদক্ষেপ। তবে দুপক্ষের বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই আর্থিক সংস্কার বাধাগ্রস্ত হচ্ছিল। অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার পদত্যাগ রাজনৈতিক অস্থিরতা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।