
সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। বিষয়টি নিশ্চি করেন স্বাস্থ্য মন্ত্রণালয়।ফ্রিটাউন শহরে হয় গণ-অন্ত্যেষ্টিক্রিয়া। আনুষ্ঠানিকতা শেষে, প্রায় ১০০ মরদেহ কবর দেয়া হয়।গেলো শুক্রবার, এ অঞ্চলেই তেলবাহী ট্যাংকারের বিস্ফোরণ ঘটে। এসময়, জ্বালানি সংগ্রহের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়লে; ঘটে কয়েকদফা বিস্ফোরণ।