
নন্দন নিউজ ডেস্ক: পোল্যান্ড-বেলারুশ সীমান্তে শরণার্থী সংকট নিয়ে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। সীমান্তে আটকে আছে প্রায় দুই হাজার অভিবাসী। সীমান্তের এরূপ পরিস্থিতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দোষ দিচ্ছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মারেউতস মোরাউইকি। সেই সাথে পুতিনকে মাস্টার মাইন্ড বলছে পোল্যান্ড।
আবহাওয়া অনুকূলে না থাকা সত্ত্বেও প্রচন্ড শীতের মধ্যে ইউরোপে প্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রায় দুই হাজার শরণার্থী। তাদের মধ্যে বেশিরভাগ ইরাক থেকে এসেছে বলে জানা গেছে। তাদের প্রবেশ বন্ধ করার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া টেনেছে পোল্যান্ড এবং মোতায়েন করেছে ১২ হাজার পুলিশ।
এদিকে পোল্যান্ডের অভিযোগ, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিবাসন প্রত্যাশী মানুষগুলোকে পোল্যান্ডের সীমান্ত দিয়ে ঢুকতে বেলারুশ উৎসাহ দিচ্ছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযুক্ত করেন, রুশ প্রেসিডেন্টের সাথে বেলারুশ কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তের দিকে অভিবাসীদের এভাবে ঠেলের দেওয়ার পিছনে মাস্টার মাইন্ড ভ্লাদিমির পুতিন।
একই সাথে ইউরোপীয় ইউনিয়ন বলছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা রয়েছে সেই জের ধরে প্রতিশোধ নিতে তারা এমন করেছে। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, সীমান্তে শরণার্থীদের হাতে ফেন্স কাটার। তারা সীমান্তে টানা কাঁটাতার কাটছে এবং পুলিশের সাতে লড়াইও করছে। বেলারুশ নেতাই এসব অভিবাসীদের হাতে তুলে দিয়েছে বলে অভিযোগ তুলেছে পোল্যান্ড। যদিও এমন অভিযোগ বেলারুশ প্রেসিডেন্ট অস্বীকার করেছেন।