
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসন সংকটের ‘মাস্টার মাইন্ড’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন অভিযোগ তুলেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। বলেন, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে রাশিয়ার বুদ্ধিতেই আশ্রয়প্রার্থীদের উস্কানি দিয়ে সীমান্তে পাঠানো হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন বেলারুশ প্রেসিডেন্ট। উল্টো পোলিশ বাহিনীর বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।