কানাডা
প্রাদেশিক সরকার অন্টারিওর গৃহহীনদের জন্য ঘর নির্মানে ২ মিলিয়ন ডলার বরাদ্দ দিচ্ছে

অন্টারিওর গৃহহীনদের জন্য ঘর নির্মানে ২ মিলিয়ন ডলার বরাদ্দ দিচ্ছে প্রাদেশিক সরকার। শিগগিরই এ প্রকল্প শুরু করার নির্দেশ দিয়েছেন অন্টারিওর আবাসন মন্ত্রী স্টিভ ক্লার্ক। এসব বাড়িতে কিচেন, বাথরুমসহ সবধরনের সূযোগ-সুবিধার নিশ্চায়তা থাকবে। আগামী শীতের আগেই গৃহহীনদের বাড়ির ব্যবস্থা করতে দাবী জানিয়ে আসছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।