
যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে বন্দী উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ তাঁর বাগ্দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি পেয়েছেন। কারাগারেই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারবেন তাঁরা। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য সব সাধারণ কয়েদির মতোই অ্যাসাঞ্জের আবেদনটি বিবেচনা করেছেন কারা গভর্নর।