
প্রিমিয়ার লিগে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লিভারপুলের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এই নিয়ে চতুর্থবারের মতো প্রিমিয়ার লিগে মাস সেরার পুরস্কার জিতলেন তিনি। ওই সময় একটি হ্যাটট্রিকসহ পাঁচটি গোল করেন এবং সতীর্থদের দিয়ে করান চারটি। সেপ্টেম্বর মাসের সেরা হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্তিয়ানো রোনালদো।