
কানাডায় করোনা সংক্রমণের শুরু থেকেই স্বাস্থ্যকর্মী সংকটে ভূগছে। তবে ১৩ হাজারের বেশি বিদেশে অভিজ্ঞ ডাক্তার ঘরে বসে সময় কাটিয়েছেন। ইচ্ছা সত্বেও লাইসেন্স সংক্রান্ত জটিলতায় তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পারেননি। তাদের অভিযোগ, বিদেশে কাজের অভিজ্ঞতা থাকার পরও ফ্রেশার হিসেবে কাজে যোগ দেয়ার আহবান জানানো হয়েছিল।