
বিভিন্ন প্রতিশ্রতির মধ্যদিয়ে শেষ হলো জলবায়ু সম্মেলন কপ২৬। তবে বড় কোন সিদ্ধান্ত গ্রহণ বা ঘোষনা দেয়া সম্ভব হয়নি। তবে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে চুক্তিতে পৌঁছেছেন বিশ্বনেতারা। এছাড়া ৪০টিরও বেশি দেশ কয়লার ব্যবহার কমিয়ে আনতে চুক্তি সই করেছে।