কানাডা
নিজ দলের নেতৃত্ব ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে

নিজ দলের নেতৃত্ব ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন কনজারভেটিভ নেতা এরিন ও’টুলে। গেল নির্বাচনের পরাজয়ের কারণ অনুসন্ধানে একটি পিটিশন দায়ের করেছেন টরি নেতা ডেনিস ব্যাটারস। প্রায় সব কনজাভেটিভ সদস্য এই পিটিশনে সমর্থন দিয়েছেন। তাদের অভিযোগ, কনজারভেটিভ নীতির সাথে বিশ্বাসঘাতকতা করেছেন ও’টুলে।