কানাডা
ব্রিটিশ কলাম্বিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েচে

ব্রিটিশ কলাম্বিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েচে। অ্যাবটস্ফোর্ড এলাকায় ১ হাজারের বেশি বাড়ি থেকে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। ভ্যাঙ্কুয়েভারে ভেঙে গেছে একটি বাধ। ১০ ইঞ্চি পর্যন্ত পানিতে ডুবে আছে পথঘাট। ভূমিধসের কারণে কোথাও আবার পুরু কাদামাটির আস্তরণ। বন্ধ হয়ে গেছে একটি গুরুত্বপূর্ণ তেলের পাইপলাইন।