
জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ করোনার টিকা চলতি সপ্তাহ থেকে দেয়া সাস্কাচুয়ানে। প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মাধ্যমে এই টিকা সরবরাহ করা হবে। প্রাথমিকভাবে আড়াই হাজার ডোজ টিকা দেয়া হবে বলে জানানো হয়। ১৮ বছর এবং এর উর্ধ্বের বয়সিদের জন্য দেয়া হবে সিঙ্গেল ডোজ এই টিকা।